দ্বিতীয় মেরিটাইন ইনস্টিটিউট মাদারীপুরে জানুয়ারিতে উদ্বোধন

Comments Off on দ্বিতীয় মেরিটাইন ইনস্টিটিউট মাদারীপুরে জানুয়ারিতে উদ্বোধন

দ্বিতীয় মেরিটাইন ইনস্টিটিউট মাদারীপুরে জানুয়ারিতে উদ্বোধন

By

 Shibcharbarta

২৬ নভেম্বর ২০২২

মাদারীপুর প্রতিনিধি :


প্রতিবছর ৬শ’ নাবিক-ক্রু’র প্রশিক্ষণ নেয়ার জন্য চট্টগ্রামের পর দ্বিতীয় মেরিটাইন ইনস্টিটিউট নির্মিত হচ্ছে মাদারীপুরে। আগামী জানুয়ারিতে এর উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। শনিবার বিকেলে মাদারীপুরের দুধখালীর ‘এওজ’ প্রকল্প এলাকা পরিদর্শণ শেষে তিনি এ কথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অধ্যক্ষ আতাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, গর্ণপূত অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী মাসুদ বিল্লাহ।


শাজাহান খান বলেন, এখানে দেশে ও বিদেশে জাহাজে কর্মরত নাবিক ও ক্রুদের প্রশিক্ষনের জন্য এই প্রতিষ্ঠান ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। প্রতিবছর দুটি গ্রুপে ৬শ’ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। যারা বিদেশে জাহাজে চাকুরী করে তারা ১০ বছর চাকুরী করলে ১০ কোটি টাকা দেশে নিয়ে ফিরতে পারে। এখান থেকে যারা প্রশিক্ষণ নিবে তারাও ভাল আয় করবে। প্রশিক্ষনার্থীর জন্য থাকা-খাওয়া ও খেলাধুলারও সু-ব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে।

Comments are closed.