কক্সবাজার থেকে ৬২৫ কি.মি. দূরে, ঘূর্ণিঝড় ইয়াস এগিয়ে আসছে উপকূলে

Comments Off on কক্সবাজার থেকে ৬২৫ কি.মি. দূরে, ঘূর্ণিঝড় ইয়াস এগিয়ে আসছে উপকূলে
কক্সবাজার থেকে ৬২৫ কি.মি. দূরে, ঘূর্ণিঝড় ইয়াস এগিয়ে আসছে উপকূলে
  • নয়া দিগন্ত অনলাইন
  • ২৪ মে ২০২১
কক্সবাজার থেকে ৬২৫ কি.মি. দূরে, ঘূর্ণিঝড় ইয়াস এগিয়ে আসছে উপকূলে – ছবি- সংগৃহীত

অবহাওয়া অধিদফতর বলছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপের পরিণত হয়েছে।

রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬২৫ কি.মি. দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭১০ কি.মি. দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণে এটি অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-৩-এ কথা বলা হয়েছে।

Comments are closed.