আপনি কি জানতেন?আপনি কি জানতেন কেনিয়ার কোস্টগার্ডের প্রথম জাহাজটি বাংলাদেশে তৈরী!!

1 comment

Defence Research Forum- DefRes

12 November 2020

আপনি কি জানতেন?আপনি কি জানতেন কেনিয়ার কোস্টগার্ডের প্রথম জাহাজটি বাংলাদেশে তৈরী!!!

MV DORIA কেনিয়ার কোস্টগার্ডের জন্য তৈরী করে বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এই জাহাজটিই হল কেনিয়ার কোস্টগার্ডের প্রথম জাহাজ। ৫৪মিটার লম্বা OPV টি ২০১৭ সালে বাংলাদেশ কেনিয়ার কাছে হস্তান্তর করে। ২০১৮ সালে জাহাজটি কেনিয়ান কোস্টগার্ডে কমিশনিং করা হয়। এই জাহাজটি বর্তমানে কেনিয়ায় কোস্টগার্ডের মাদারশীপ হিসেবে ব্যবহার হচ্ছে।কেনিয়ার কোস্টগার্ডের চাহিদানুযায়ী বাংলাদেশ জাহাজটিকে সেভাবেই আর্মড করে। এই যুদ্ধজাহাজ তৈরী এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশ যুদ্ধজাহাজ রপ্তানিকারক এলিট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

ছবিঃ- কেনিয়ান কোস্টগার্ডে ব্যবহৃত বাংলাদেশে তৈরী MV DORIA।

  1. Capt. Abdur Razzak Bhuiyan says:

    I was in Command of this vessel while doing Sea trial at Bay of Bengal and ultimately handed over to Kenyan Authority.
    As per Technical Specification speed requirement was 35 Knots. We have attained upto 36 Knots speed. The Kenyan team onboard was very happy and satisfied.