পায়রা বন্দরে কয়লা নিয়ে আফ্রিকান পতাকাবাহী জাহাজ

Comments Off on পায়রা বন্দরে কয়লা নিয়ে আফ্রিকান পতাকাবাহী জাহাজ

পায়রা বন্দরে কয়লা নিয়ে আফ্রিকান পতাকাবাহী জাহাজ

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল অক্টোবর ২৮, ২০১৯

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃতব্য ২০ হাজার ৭২০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে দ্বিতীয় বারের মতো নোঙ্গর করেছে ইন্দোনশিয়ার বালিকপাপান কোল টার্মিনাল থেকে ছেড়ে আসা আফ্রিকান পতাকাবাহী জাহাজ এমভি ওলডেনডরফ। 

আজ সোমবার সকাল ১১টার দিকে পায়রা বন্দরের মাধ্যমে পণ্য খালাসের জন্য পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপিসিএল’র জেটিতে কয়লাবাহী এই জাহাজটি নোঙ্গর করে। 

কয়লাবাহী জাহাজটি জেটিতে নোঙ্গর করার সময় বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস, চেয়ারম্যান (পিডিবি) খালেদ মাহমুদ, ম্যানেজিং ডাইরেক্টর (বিসিপিসিএল) খোরশেদ আলম, যুগ্ন সচিব নূর আলম, বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলাসহ পায়রা বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলা জানান, বিসিপিসিএল’র নির্মানাধীন জেলার কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে। বিদুৎ কেন্দ্র ডিসেম্বরে উৎপাদনে গেলে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই এমন কয়লাবাহী জাহাজ আসবে।

পায়রা পোর্ট কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের ১৩ আগস্ট অত্যাবশ্যকীয় সুবিধার মধ্যে সীমিত পরিসরে এই পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দরে আসা পণ্য খালাশের জন্য আরও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও একটি কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প (পিপিপি পদ্ধতিতে) অনুমোদনের চূড়ান্ত পর্যায় রয়েছে।

পোর্টের কর্মকর্তারা বলছেন, দ্বিতীয়বারের মতো কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে আসায় বন্দরের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল হল। পায়রায় এ নিয়ে মোট ৩৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

Comments are closed.