বেসরকারি মেরিন একাডেমিগুলোকে নিয়ন্ত্রণে আনার নির্দেশ

Comments Off on বেসরকারি মেরিন একাডেমিগুলোকে নিয়ন্ত্রণে আনার নির্দেশ

বেসরকারি মেরিন একাডেমিগুলোকে নিয়ন্ত্রণে আনার নির্দেশ

  জ্যেষ্ঠ প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 29 Oct 2019

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা
বেসরকারি মেরিন একাডেমিগুলোর শিক্ষার মান বাড়াতে এগুলোকে সরকারের নিয়ন্ত্রণের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাবনা, বরিশাল, সিলেট ও রংপুরে মেরিন একাডেমি স্থাপন প্রকল্প অনুমোদনের সময় এই নির্দেশ আসে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বেসরকারি খাতে গড়ে উঠা মেরিন একাডেমিগুলোর শিক্ষার মান ভালো নয়। এসব একাডেমি থেকে পাস করা যেসব জনশক্তি বিদেশ পাঠানো হচ্ছে, তাদের মান ভালো নয় বলে বদনাম হচ্ছে।

“প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বেসরকারি মেরিন একাডেমিগুলোকেও সরকারি কারিকুলামের আওতায় আনতে হবে। এসব বেসরকারি একাডেমির শিক্ষার মান বাড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

বৈঠকে সরকারি-বেসরকারি সব মেরিন একাডেমির একই ধরনের পাঠ্যসূচি অনুসরণের নির্দেশও দেন তিনি।

দেশের প্রত্যেক বিভাগে একটি করে সরকারি মেরিন একাডেমি স্থাপনের ঘোষণাও প্রধানমন্ত্রী দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

মান্নান আরও বলেন, “প্রধানমন্ত্রী বৈঠকে দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। দেশের মহাসড়কগুলোতে টোল ব্যবস্থা চালু করার নির্দেশও দিয়েছেন তিনি।”

Comments are closed.